STORYMIRROR

PRADIP KUNDU

Tragedy Action Others

3  

PRADIP KUNDU

Tragedy Action Others

শ্রমিক

শ্রমিক

1 min
195


যত হোক দুখ      হাসি ভরা মুখ

      শুধু বুক ভরা বল,

দিনরাত খাটি      খালি পায়ে হাঁটি

      আমরা শ্রমিক দল।


থাকি ছোট ঘরে    অন্ধকারেই পড়ে

      গড়ে তুলি বহুতল,

ছেঁড়া জামা পরি    নির্মাণ করি

      উচ্চ শপিং মল।


ক্ষুধা জ্বালা সই     তবু মোরা রই

      ধরি সমাজের হাল,

চোখ ভরা জল      করে টলমল

      ঝড়ে ভেঙে দেয় পাল।


ঘন কালো রাত     ধরে টেনে হাত

       সর্বস্ব করে লুট,

শুধু কোন কাজে    সমাজের মাঝে

      আমরা যে দল ছুট।


ছোট ছোট শিশু    নয় তারা যীশু

      তারাও শ্রমিক ভাই,

লাল রঙে লেখা   বুক চিরে দেখা 

      দুমুঠো অন্ন চাই। 


ঝরে যে রক্ত       তবুও শক্ত

      ছোটে সভ্যতা রথ,

শত শত লাশ       করে হাঁসফাঁস

      ভীষণ কঠিন পথ।


ফোটে কতো কলি  চড়ে রোজ বলি

     রাখেনা তো কেউ খোঁজ,

কত ভোর আসে   শ্রমিকেরা ভাসে

      কমে সমাজের বোঝ।


  


     


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy