শ্রেষ্ঠ
শ্রেষ্ঠ
জানি তুমি এসেছ শ্রেষ্ঠ প্রেমিক হতে
মনে দৃঢ়বিশ্বাস তুমি শ্রেষ্ঠ আমার মতে।
তুমি যখন জোর দিয়ে বল আমাকে ,
"তুমি শ্রেষ্ঠ প্রেমিকা"
নিজেকে নিয়ে খুব অহংকার হয়,
আমি আনন্দে ভেসে যাই খেই হারাই,
কিন্তু কি করে সে কথা তোমায় বোঝাই বল?
কেমন আলোড়ন হয় তখন!
তোমার কাব্য প্রেমে আমি বানভাসি,
তোমার লেখনি বীর্য থেকে যত কবিতার সৃষ্টি
আমার ভাবনার জরায়ুতে খাতার পাতায়,
আমি তাদের ভীষণরকম ভালোবাসি
তুমি কাব্য আর কবিতার পিতা,
ভাবতে ভালো লাগে আমি তাদের মাতা।

