শিতিকন্ঠ
শিতিকন্ঠ


শান্ত বরিষণ ধরণীর পরে
বিরোহিনী চাতকের প্রায়
রিমঝিম নৃত্য ময়ূরীর পায়ে পায়ে ।।
বাদলমেঘ দূত ,
প্রভঞ্জন করেছে বেপথু
ভেসে গেছে দূরে ।
গিরিরাজ মগ্ন তপস্যা পরে
তুষারের কোলে চির ঘুমে
জমে যাবে জলধর ,
কাদম্বিনী হারিয়েছে পথে ।
সমীরণ বিজলীর কানা কানি
ঋতুরাজ জানেন কাহিনী ।
বসুধা বিজলীর শত্রুতা
বিজলীর রূপ মুগ্ধ পবন
বসুধার দুঃখের হয়েছে কারন ।
তৃষিত বসুধা শুষ্ক শরীর
বিশল্যকরণি মাত্র বারিধারা ।
পিনাকপানি ডমরু সাথে
কৈলাস হতে নামি দক্ষরাজ গৃহে
সতীর স্মরণে ধূর্জটি নতমস্তক ।
স্মৃতি বিস্মৃতির বাদল বারিধর
কিছু ব্যাথা ঝরে পরে শিতিকন্ঠ হতে ।
নৃত্যের ছন্দে জলতরঙ্গ ভূমিতে
শ্রাবণের ধারাপাতে পূর্ণ মনোরথ ।