STORYMIRROR

Priyanka Bhuiya

Classics

3  

Priyanka Bhuiya

Classics

শিরোনামহীন সরণী

শিরোনামহীন সরণী

1 min
382

খোলা আকাশের ক্যানভাসে রোদ্দুর কুড়োতে যাই প্রতিদিন,

অন্তহীন পথ ধরে বিলীন হই দিগন্তের প্রসারিত সীমারেখায়,

কোলাহলহীন সময় থমকে দাঁড়ায় সরলরৈখিক পথ চলায় -

মানুষের ভিড়ের বেনোজল এখানে এসে পৌঁছোয়নি এখনও,

আসা-যাওয়ার পথে অভ্যেস বশত তৈরী হয় এক গভীর মায়া,

এই মায়া পরিযায়ী পাখির মতো আবার উড়ে যেতে পারে না;

আলো-ছায়ার গোধূলিতে এ পথ নিরুদ্দেশে মেশে বেলাশেষে,

এখানে দু'এক ফোঁটা রোদ এসে খেলা করে নিবিড় সবুজে,

ঘাসের বুকে ঘাসফড়িং আলোর রঙ মাখে আদুল গায়ে;

অনুভূতির ছোঁয়ায় একাকী খুঁজি তোমার সালোকসংশ্লেষ,

অতলান্ত ভালোবাসার আলোকপাত ফেরারি মনের গহনে,

আলোর প্রলেপ মেখে শিরোনামহীন হয়েই থাকুক এই পথ,

কবিতার সরণি বেয়ে যাব হেঁটে অসীম অন্তহীনতার পরিণয়ে।


Rate this content
Log in

Similar bengali poem from Classics