শিরোনামহীন সরণী
শিরোনামহীন সরণী


খোলা আকাশের ক্যানভাসে রোদ্দুর কুড়োতে যাই প্রতিদিন,
অন্তহীন পথ ধরে বিলীন হই দিগন্তের প্রসারিত সীমারেখায়,
কোলাহলহীন সময় থমকে দাঁড়ায় সরলরৈখিক পথ চলায় -
মানুষের ভিড়ের বেনোজল এখানে এসে পৌঁছোয়নি এখনও,
আসা-যাওয়ার পথে অভ্যেস বশত তৈরী হয় এক গভীর মায়া,
এই মায়া পরিযায়ী পাখির মতো আবার উড়ে যেতে পারে না;
আলো-ছায়ার গোধূলিতে এ পথ নিরুদ্দেশে মেশে বেলাশেষে,
এখানে দু'এক ফোঁটা রোদ এসে খেলা করে নিবিড় সবুজে,
ঘাসের বুকে ঘাসফড়িং আলোর রঙ মাখে আদুল গায়ে;
অনুভূতির ছোঁয়ায় একাকী খুঁজি তোমার সালোকসংশ্লেষ,
অতলান্ত ভালোবাসার আলোকপাত ফেরারি মনের গহনে,
আলোর প্রলেপ মেখে শিরোনামহীন হয়েই থাকুক এই পথ,
কবিতার সরণি বেয়ে যাব হেঁটে অসীম অন্তহীনতার পরিণয়ে।