শিরোনাম- বৃষ্টির রাতে
শিরোনাম- বৃষ্টির রাতে
এমন বর্ষা ছিল সেদিন রাতে তোমার আমার চোখে চোখে
বাতির আলো পড়ল তখন পথচলা সেই গলির বাঁকে...
ছাতা ছিল মাথার উপর অমনি এলো ঝোড়ো হাওয়া,
এক চিলতে প্রেম আসে গো ছাতার নীচে চোখের চাওয়া....
রাত হয়েছে ফিরতে হবে বাড়ি যখন একটু থামার পর
বৃষ্টি এল মুষলধারে জংলা ডোবার পারে আধঘন্টা পর।
সেই রাতেতে গলির মোড়ে আলো ছিল না তাই
অল্প আলোয় যাচ্ছিল দ্যাখা একটুখানি এই....
বৃষ্টি থামে, চাঁদ ওঠে,একটু খানি হেসে দিয়ে যাই চলে,
তোমারও তো কথা ছিল অনেকগুলো চলে গেলে না বলে....।।
