শীতকাল - ২
শীতকাল - ২
মেঘবালিকার স্বপ্নের উষ্ণতা লেগে থাকে হিমেল চাদরে,
চেনা পথটুকু পেরোলেই ক্যানভাসে গল্পেরা আসে নেমে,
জাঁকিয়ে বসে আঁকিবুকি কাটে জীবনের প্রতিটা পাতায় -
মন কেমনের অলিগলিতে ভাবনার ঘরে প্রবল নিম্নচাপ!
সিক্ত দু'চোখ বেয়ে ঝরে একাকীত্বের রঙ মাখা কাব্যরা,
শীতকালীন বৃষ্টির সকালে ধোঁয়া ওঠে উদাসী কফিকাপে,
বারিধারায় চলতে থাকে ফেলে আসা দিনগুলোর খোঁজ।
পৌষ সংক্রান্তির পিঠেপুলিতে মাখা উন্মাদনাটা অতীত,
আবেগের চিলেকোঠায় ধুলোগুলো শীতের লেপ বোনে;
তবু ভোরের কুয়াশা কাটিয়ে আসে সকালের নরম রোদ,
শুধু বড়োবেলায় রোজনামচা থেকে আর পাই না বিরাম,
বৃষ্টি, কুয়াশা, রোদ্দুরে মিশে যেতে পারি না সবটুকু ফেলে;
আজ আর শীতঘুমটা সেভাবে আলস্যে জড়াতে পারে না,
এখন মাঘের আনমনা শীত শুধু বয়সের সংখ্যাটা গোনে।