শেষের পাতা!
শেষের পাতা!
তুমি আজ অন্য পথে,
আমিও অন্য পথে,
মাঝে রয়েছে ফেলে আসা
কিছু জীর্ন স্মৃতির রেশ,
নিজের মনকে নিজেই বলি.,..
এইতো আছিস বেশ।
নেই আবেগের কান্না!
ভালোবাসার বন্যা!
নেই অপমান আর লাঞ্ছনা,
নেই বুকের মাঝে অজস্র
না বলা যন্ত্রণা।
নেই রাগ!
নেই অভিমান!
নেই ভালোলাগার অনুভূতি!
আছে শুধু ফেলা আসা
অতীতের কিছু সুখ স্মৃতি।
কিছু হাসি আর খুশির মুহুর্ত,
শুকিয়ে যাওয়া চোখের জলের দাগ,
আর কিছু ইচ্ছা মনের গোপনে সুপ্ত।
তোমার বলা শেষ কথাটি
আজও বাজে কানে,
চোরকাঁটা হয়ে বিঁধে আছে
আমার হৃদয়ের মাঝখানে।
বহু সুক্ষ সেই কাঁটা,
তাকা সহজে যায়না ছাঁটা।
অনেক ধৈর্য্য ধরে ধীরে ধীরে
শিকড় থেকে উপরে ফেলতে হয়,
অযাচিত ভাবে মনের কোনে
যেন রক্তের স্রোত আর না বয়।
তুমি থাকো ভালো তোমাতে,
আমি আছি সীমাবদ্ধ
আমার আমিতে।
শুধু থেকে থেকে ফিরে
যেতে চায় মন, ফেলে আসা
তোমার আমার অতীতে।
