STORYMIRROR

Mahfujur Rahaman

Romance Tragedy

3  

Mahfujur Rahaman

Romance Tragedy

শেষের চিঠি

শেষের চিঠি

1 min
210

জানি হয়তো পাবোনা আর কখনো তোমায় 

নিজের মতো করে নিয়ে,

জানি আমার ইচ্ছেপূরণ হবে না আর-

যেখানে হাঁটবো আমি তোমার হাতে হাত দিয়ে।

তবুও তোমায় ভোলা যায় না-

তোমায় নিয়ে তাও স্বপ্ন দেখি রোজ,

একটা দিন তোমায় দেখতে না পেলে,

নিজের কাছেই করি তোমার খোঁজ।

আমার থেকে তুমি যেন হারিয়ে গেছো দূরে,

আমার মনটাও তাই হারিয়ে গেছে তোমায় ভালোবেসে,

আমার হারানো মন শেষে বায়না করে এসে,

স্বপ্নগুলো সব গল্প শুনবে তোমার কাছে বসে।

হয়তো চিরদিন তোমার অজানায় থেকে যাবে -

তোমায় নিয়ে আমার দেখা স্বপ্নগুলো,

হয়তো তোমার অগোচরেই রয়ে যাবে যে,

আরেকটা ছেলেও তোমায় বড্ড ভালোবেসেছিলো।


ଏହି ବିଷୟବସ୍ତୁକୁ ମୂଲ୍ୟାଙ୍କନ କରନ୍ତୁ
ଲଗ୍ ଇନ୍

Similar bengali poem from Romance