শেষ চিঠি
শেষ চিঠি
জানি না কোনদিনও পারবো কিনা বলতে,
তোমায় আমার মনের কথা,
আমার শরীরে বাসা বেঁধেছে মারণ রোগ
হয়তো এ জন্মে আর পাব না সে সুযোগ।
তাই আজ এই শেষ চিঠিতে লিখে যেতে চাই
আমার না বলা কথা দের ইতিকথা,
জানিনা তারা কোনদিন তোমার কাছে পৌঁছাবে কিনা
তবু সোনার অক্ষরে উজ্জ্বল হয়ে থাকবে আমার এই স্বীকারোক্তি
আমি তোমায় ভালোবাসি।