STORYMIRROR

Rashmita Das

Fantasy

4  

Rashmita Das

Fantasy

এল ডোরাডো

এল ডোরাডো

1 min
324

---এল ডোরাডো---

কলমে-রশ্মিতা দাস


মায়াফুলের সুবাস ভাসায়

জ্যোৎস্না মায়ার নেশা,

জীবন হাতের মুঠোয় পুরে

জীবন খোঁজে দিশা।


অচিন দেশের গল্পকথা

শ্বাসের শিহরণে,

পায়ের তলায় সর্ষে জাগায়,

পুলক জাগায় প্রাণে।


কল্পদেশের ঘোড়ার পিঠে

স্বপ্নের এ সওয়ারী,

আঁকছে কত রূপকথা আর

করছে গল্প ফেরী।


সোনায় মোড়া স্বপ্ননগর

দুচোখ জুড়ে নেমে,

রক্তে ছোটায় তুফানী ঘোড়া

তৃষ্ণা জাগায় রোমে।


ক্যারিব সেনার বন্দী হুয়ান

দুচোখ কালোয় ঢেকে,

অজানার দেশে ভ্রমণ করে

স্বপ্ন নিলেন এঁকে।


এলেন ফিরে গল্প নিয়ে

রংতুলি ক্যানভাসে,

এঁকে দিলেন স্বর্ণনগর

কল্পনার আকাশে।


দক্ষিণ আমেরিকার বুকে

ক্রয়োদশ শতকে,

মুইসকা রাজার সর্বাঙ্গে

স্বর্ণপরাগ মেখে


জয়ধ্বনির উড়িয়ে কেতন

হতেন অভিষিক্ত,

হ্রদের জলে বিসর্জনে

স্বর্ণ হত ব্যক্ত।


হাতের পুতুল,হাতের "সোনা"

ফিসফিসিয়ে বাতাসে,

অলীক দেশের গল্প শোনায়

তোলে শিহরণ শ্বাসে।


সেই টানেতেই কত মানুষ

হয়ে মোহাচ্ছন্ন,

জীবন বাজি রাখত,

চোখে ছিল না কার্পণ্য।


স্বপ্ননগর স্বর্ণমৃগ।

আজও সে অধরা,

দেখা দেয় সে আঁখির কোণে

হয়ে স্বপনধারা।


মনের কোণে গল্প বুনে

রূপকথাতেই রাজ,

মনের পক্ষীরাজের ঘোড়ায়

গল্পে নামায় সাঁঝ...


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy