কথাকলি
কথাকলি
বেধে রাখে চিরকাল-ই
অবিরত কথাকলি
শখে করা ভুলের খাতায়
সোহাগের সাম্পান...
কফি কাপে ওঠা ঝড়ে
বাষ্প অবসরে
নিষিদ্ধ রাতের আবদার
এক যাযাবরের অবদান।
কংক্রীটে শিহরণ জাগানো
মিহি ইচ্ছেরা প্রজাপতির ঝড়ে
সিঁদুর রঙে গোধূলি সাজানো
জান্নাতি ইন্ধন প্রকৃতির আতরে।
সুরে সুরে ডাকনাম গেঁথে যায় অভ্যেসে
অলি গলির কোলাহলে থাকছে মিলেমিশে।
চলকানো আবেশে।
হিসাবে কাটাকুটি
বামপাশে শূণ্যের নেই দাম
হদিশ ছোটাছুটি
অধরে অধর ছুঁয়ে বদনাম
ইশারায় উষ্ণ আমন্ত্রণ
সাড়া দিলে আহ্লাদী আয়োজন।
বোবা ইমারত তুলে রাখে স্মরণীয় ছবি
ইচ্ছে সুখে ডুবে থাকার দাবী
ছায়ানারীর রূপে কবিতা গন্তব্যহীন কবি।

