STORYMIRROR

sunanda sanyal

Abstract Fantasy Others

3  

sunanda sanyal

Abstract Fantasy Others

বিবেকের ভূমিকায়

বিবেকের ভূমিকায়

1 min
200

অচিন নগরীর বার্তাবহকের প্রশ্ন

উত্তর খোঁজে

সেন্ট হেলেনা নির্বাসনের থিসিস..

মস্তিষ্কজুড়ে দ্বিধাদ্বন্ধের ক্লান্তি

ত্বরাণ্বিত অ্যাডিনোসিন ক্ষরণ

শুভ্র বিড়ম্বনায় শিশির জমার হদিশ।

ছুঁয়ে শেষ ছলকে ওঠা ক্যাফেইন সুগার

মাইটোকনড্রিয়া ওড়াবে আবার ফিনিক্স

অক্সিটোসিন ছড়াবে অগুনতি চেতনায়..

সত্তার গভীরে সত্যান্বেষণ শেষে

অচিন নগরীর বার্তাবহকের অপভ্রংশ আমি

প্রশ্নে প্রশ্নে সে নামমাত্র বিবেকের ভূমিকায়।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract