STORYMIRROR

Sucharita Das

Abstract

3  

Sucharita Das

Abstract

ইচ্ছে

ইচ্ছে

1 min
248

ইচ্ছে করে

এক টুকরো খোলা আকাশ হয়ে

মেঘেতে যেতে মিশে।


ইচ্ছে করে

এক ঝলক ঠান্ডা বাতাস হয়ে

নিঃশ্বাসে যেতে মিশে।


ইচ্ছে করে

ঘাসের ছোট্ট ফুল হয়ে সবুজ ঘাসে 

 হয়ে যেতে একাকার।


ইচ্ছে করে

গ্ৰীষ্মের দাবদাহে স্বর্ণচাঁপার সুবাস

হয়ে মন ভরিয়ে দিতে সবার।


ইচ্ছে করে

বর্ষার প্রথম কদম ফুল হয়ে 

মনে ছড়িয়ে থাকতে সবার।


ইচ্ছে করে

শরতের শিউলি হয়ে

 মাটির বুকে ঝরতে ঝরঝর।


ইচ্ছে করে

হেমন্তের বাতাস হয়ে

 মিশে যেতে বনে বনে। 


ইচ্ছে করে

 শীতের ভোরের কুয়াশা হয়ে

 মিঠে রোদটাকে যেতে চিনে।


ইচ্ছে করে

বসন্তের পলাশ হয়ে 

প্রকৃতিকে দিতে রাঙিয়ে।


ইচ্ছে করে

ইচ্ছে ডানায় ভর করে

 উড়তে আকাশপানে,


ইচ্ছে করে

ইচ্ছেগুলোকে সাজিয়ে রাখি যতনে 

ইচ্ছেডানার সনে।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract