STORYMIRROR

Debjani Basu Mullick

Abstract

3  

Debjani Basu Mullick

Abstract

বিদেশ থেকে

বিদেশ থেকে

1 min
322

আমি থাকি সেই দূর দেশে-

দেখা হয় না কারোর সাথে,

বাড়ি থেকে থাকি অনেক দূরে

কতদিন যে কাটবে এমন করে!

এক একটা মুহূর্ত যেন একটা দিন

শুধু অপেক্ষায় কাটছে প্রতিদিন,

আছে হোয়াটসআপ আছে ভিডিও কল

চোখে দেখি রোজ আজ- কাল।

পাই না পরশ মাঝে পর্দা-

জমা আছে যে কত কথাবার্তা ,

মিস করি মায়ের হাতের রান্না

আর কি সে স্বাদ পাব না?

চাই মায়ের আদর বাবার বকুনি,

এগুলো এত দামি আগে তো বুঝিনি!


স্বপ্ন দেখি হচ্ছে দেশে ফেরা-

আপনজনের সাথে হবে দেখা!

ছুট্টে গিয়ে মাকে ধরব জড়িয়ে

জানি ভরে যাব আদরে আদরে,

বন্ধুরা সব আসবে ছুটে ছুটে

একসাথে আনন্দ নেব লুটে পুটে।

স্বপ্ন দেখেও হচ্ছি ক্লান্ত বেশ

অপেক্ষার দিন এবার হোক শেষ।।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract