STORYMIRROR

Paula Bhowmik

Fantasy Inspirational

4  

Paula Bhowmik

Fantasy Inspirational

বাজে মানেই খারাপ নয়

বাজে মানেই খারাপ নয়

1 min
375

বাজে কথা মানেই যে খারাপ কথা, মোটেই তা নয়,

রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন এ বাজে খরচের মতোই।

অপ্রয়োজনীয় কথাকেই তো বাজে বকা বলা হয়,

তাই কবিতার প্রয়োজন নেই তো অনেকের কাছেই ।

গান একটু দেরিতে হলেও,কবিতা ভোলেন সহজেই,

ভুলে যান, গান যে লেখা হয়, আসলে কবিতাতেই।

সব কবিতা তো আর সুরের বাঁধনে বাধা পড়ে না,

তাদের কি আমরা স্বাধীন-কবিতা বলতে পারি না !

নাহয় হলোই সেগুলো একরকমের বাজে কবিতা,

বাজে হোক, না যেন হয় কখনও, অশ্লীল কবিতা !

পঁচিশে বৈশাখে কবির জন্ম দিনে, কবিতা ও গানে,

মুখরিত হলো সভা, মিললো সবে প্রীতি আলিঙ্গনে।

রবীন্দ্রনাথের প্রবন্ধের কথা খুব বেশি পড়ছিল মনে,

তাই পাঠ করেই ফেলি, "বাজে কথা" শুধু অকারণে !



Rate this content
Log in

Similar bengali poem from Fantasy