অস্তিত্বের খোঁজে
অস্তিত্বের খোঁজে
*বিষয় : আমি ঈশ্বরে বিশ্বাস করি না*
*শিরোনাম : ভগবানের অস্তিত্বের খোঁজে*
বিশ্বাস হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভঙ্গুর একটি জিনিস,
যা ভাঙ্গা খুব সহজ ।
কিন্তু সেটা আবার ফিরে পাওয়া বেশ কঠিন ।
চোখে না দেখে কোনোকিছু বিশ্বাস করা উচিত নয় ,
কিন্তু তবুও আমরা অন্ধের মতো বিশ্বাস করে বসি ভগবানকে ।
ভগবান কি আমি তা জানিনা ,
আদৌ তিনি আছেন কিনা জানা নেই ।
বিজ্ঞানীরা ইতিমধ্যে অনেক কিছু আবিষ্কার করে ফেললেও ,
ভগবানের অস্তিত্ব নিয়ে আজও রয়ে গেছে কতরকম মতভেদ ।
ঈশ্বরকে শুধু আরাধনাই করে গেছি ,
কোনোদিন বাস্তবে তাকে দেখা হয়নি চোখ মেলে ।
ভগবানের জন্য রোজ প্রদীপ জ্বালায় আমরা ,
কিন্তু অন্ধকারে পড়ে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখায়না ।
ভগবানের নাম কত কি মানৎ করি রোজ ,
কিন্তু কখনো নিজের কাছে নিজে মানৎ করা হয়নি দেশের খারাপ দূর করার ।
কতো ফলসমগ্রী নিয়ে গিয়ে নামায় দেবদেবীদের চরণে কিন্তু
কখনো একটা রুটি কিনে দেবার তাড়না জন্মায়নি মন্দিরের বাইরে বসে থাকা অভুক্তগুলোর জন্য ।
আমরা আসলে জ্ঞানপাপী , সব বুঝেও আস্ত এক একটা অবুঝ ।
ভগবানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি কিন্তু কখনো জীব সেবা করতে রাজি নই।
আসলে *"জীব সেবায় শিব সেবা"* এই কথাটাই কেউ জোর দিতেই চায়না আমরা ।
আমি বিশ্বাস করি না যে এক মায়ের কোল খালি করে পশুবলি দিলে অন্য মায়ের কোল আলো হয় ।
আমি বিশ্বাস করিনা যে ভগবানের মাথায় দুধ ঢাললে সন্তানেরা দুধে ভাতে থাকে ।
কর্মই আসল ধর্ম , অস্বীকার করা যায়না সেটা ।
*বৃষ্টি ব্যানার্জী*
