শেষ ব রাদ্দ
শেষ ব রাদ্দ
অন্ধকার দাঁড়িয়ে আছে দুয়ারর্মুখী
ও খুকি তুই ভয় পাস্ নে
দিচ্ছে ঊকি।
চোখ না খুলে তীক্ষ্ণ
এতো নজরদারী
অন্ধকারের ভয় পেয়েছে
অন্ধকার ই।
আদর অনাদরে ফোটা
হাস্নুহেনা
গন্ধ আমরা পাই বা না
পাই বরাত দোষে
মহান কুৎসা ছাড়া কিই
বা করতে পারি
------------
তোমার জন্য প্রকাশক আর
বিন্নি ধানের খই
অলং্করন একটি গোধূলি
পাঠকের হই চই
না হলে সর্বনাশ---
এই বাড়িতে জমিয়ে আড্ডা
দেন গুন্টার গ্রাস
হাত তালি দাও তুমি
আমার জন্য বরাদ্দ থাক
তিন আনার ঝুমঝুমি।