সেরে ওঠো ভালোবাসা
সেরে ওঠো ভালোবাসা


ভালোবাসা তুমি সেরে ওঠো আগে - তোমার ক্লান্তিগুলোকে মুছে,
ভালোবাসা তুমি সেরে ওঠো আগে - তোমার হারের কারণ খুঁজে,
তোমার উদার বাঁধনে জট কেন আজ উত্তর জানা বাকি -
তোমার আবেগের ভাষার কন্ঠ নিখোঁজ - তুমি জানো না সেটাও নাকি?
ক্ষুদ্র স্বার্থ, অহং আর লোভ আর মনে থাকা যত দ্বিধা,
তোমার চোখের সামনে জিতেই চলেছে - তুমি লক্ষ্য করোনি কি তা?
কোথায় তোমার দৃপ্ত আবেশ - কোথায় একতার দিশা?
তুমি নেই বলেই তো হানাহানি এত - তোমার অভাবেই রক্ত 'নেশা'।
মরমে মরমে মরছে জীবন - তবু তুমি সেথা ব্রাত্য,
অথচ দেখো তোমায় আগলে - ভালো কত সে থাকতে পারতো!
ভালোবাসা তুমি ফিরবে না নাকি - ফিরবে না কোন মনে!
জীবন যে আজ বড় অসহায় - ধ্বংসের কড়ি গোনে!
তুমি আঁধার রাতের বাধার সমুখে প্রদীপের শিখা জ্বালো,
ভালোবাসা তুমি একবার জাগো - একবার হও ভালো,
ভালোবাসা তুমি সেরে ওঠো আগে তোমার ক্ষতের প্রলেপ সারিয়ে,
ভালোবাসা তুমি সেরে ওঠো - আমি পথ চেয়ে রয়েছি দাঁড়িয়ে।