STORYMIRROR

Manik Goswami

Abstract Children

3  

Manik Goswami

Abstract Children

সেকাল-একাল

সেকাল-একাল

1 min
211


হোগলা পাতায় ঘেরা

খড়ের ঝালরে মোড়া

বাঁশের খুঁটির দেয়াল;

আঙ্গিনা গোবরজলা,

কলস কাঁখে বালা,

গ্রাম বাংলার সেকাল ।

 

মেঠো পথে পথচলা

প্রকৃতির সাথে খেলা,

মাঝির হাতে হাল;

মনোরম মৃদু হাওয়া

স্নিগ্ধ ছাতিম ছাওয়া

গ্রাম বাংলার সেকাল ।

 

গরমে ঝড়ের মাতন

পাতায় বীণার নাচন

বজ্র, বাদল বিকাল;

বর্ষা ভেজা লতা

মাটির সাথে কথা

গ্রাম বাংলার সেকাল ।

 

মাকুর শব্দ চেনা

তাঁতির ঘরেতে বোনা

তাঁত শাড়ি, পাড় লাল;

ধরণীর বুকে সোনা

পরিশ্রমের দানা,

গ্রাম বাংলার সেকাল ।

 

কুঞ্জে পাখির গান

শালিখের কলতান,

শরতে কাশের ঢাল ;

বাতাসে পুজোর ঘ্রান

আমোদিত মন প্রাণ,

গ্রাম বাংলার সেকাল ।

 

ধানেতে ভরেছে গোলা,

জমে ওঠে পোষ মেলা,

পিছু হটে যায় আকাল;

বসন্তে নবীন পাতা

মুকুল সুবাস গাঁথা

গ্রাম বাংলার সেকাল ।

 

গাজন শিবের মান

সং, পালা, কবিগান

নেচে ওঠে মহাকাল;

বৃদ্ধ-বনিতা-আবাল

প্রশান্তি চিরকাল

গ্রাম বাংলার সেকাল ।

 

হারিয়ে উজল দিন

নীরব সুখের বীণ

কষ্টের বেড়াজাল;

হানাহানি, রেষারেষি;

ঈর্ষা জোয়ারে ভাসি

গ্রাম বাংলার একাল ।  


Rate this content
Log in

Similar bengali poem from Abstract