সেই রাত তোমার আমার
সেই রাত তোমার আমার


পথ ফিরতি একলা রাত হাতছানি দিয়ে ডাকে
পিছনের দিকে ছুটে চলা আলো
আর গাড়ির জানলার ফাঁক দিয়ে ছুটে আসা হাওয়া
কানে কানে বলে সেই রাতের কথা ।
আমাদের সেই রাতের গল্পকথা
যখন তুমি এসেছিলে আমার কবিতায়
আমাদের প্রেম আর বন্ধ ঘড়ির কাঁটার
পুনরাবর্তমান সময়ের মায়াজাল
সেদিন তোমার শরীরের ভাজে
জন্মেছিল হাজার কবিতারা
সেদিন শীতও হার মেনেছিল
আমাদের প্রেমের উত্তাপে।
যখন মনে মনে হয়তো দুজনাতেই বলেছিলেম
এই রাত তোমার আমার, শুধু দুজনের।
হঠাৎ গাড়ির শব্দে ঘুম ভাঙলো
তখনো ভিক্টরিয়াটা পেরোচ্ছি
মনে মনে হাসলাম,
আর বললাম,
সেই রাত তোমার আমার।।