STORYMIRROR

Tuloshi Chakraborty

Romance

3  

Tuloshi Chakraborty

Romance

সেই হাসিটা

সেই হাসিটা

1 min
796

সেই হাসিটা পড়ছে মনে

শুধু ছিল তা তারই বদনে,

যারে আমি বহুবছর ধরে

দেখিনি এই যুগল নয়নে

যে হাসিটা ঘোর লাগায়

আমার প্রত্যেক শিরায় শিরায়,

রহস্য ঘেরা যে হাসিতে

আমার হৃদয় হরণ হয়ে যায়রে,

প্রান জুডানো যে হাসি দেখা ছাড়া

বৃথা মনে হয় এই জীবন ধরা,

মায়াঘন যে হাসিতে

মনে আগুন লাগে

অপলক চেয়ে থাকি জেগে

তবু পারিনা রাখতে মনকে বেধে,

মাঝে মাঝে মনে হয়

সে হাসি যেনো স্নেহের কথা কয়,

না বুঝি তার হাসির ভাষা

তাই শুধু অকারনে চেয়ে থাকা,


ইচ্ছে ছিল সারাজীবন খাকবো সেই হাসির কাছে,

আশা ছিল সেই হাসিটা আমায় বাঁচাবে ভালোবেসে,

বহু বছর সুখে কাটবে জীবন একসাথে,

হারিয়ে যাওয়া সেই হাসিটা আজ অন্য জনের পাশে।


ଏହି ବିଷୟବସ୍ତୁକୁ ମୂଲ୍ୟାଙ୍କନ କରନ୍ତୁ
ଲଗ୍ ଇନ୍

Similar bengali poem from Romance