সুখের সঙ্গী
সুখের সঙ্গী
সুখের সঙ্গী সবাই হয়
দুঃখের সঙ্গী নাই,
সুখের দিনে মিষ্টি মুখ
দুঃখের দিনে ছাই।
চেয়োনা চেয়োনা খুকু
আর মায়ামোহ অধিকার
সুখ আছে যতটুকু
হবে ভস্মাকার।
কিংবা প্রেম প্রীতি
ভালোবাসা স্বীকৃতি
ভুলে যাও ভুলে যাও
বদলেছে আজকাল
সব রীতি নীতি।
চেয়োনা সুখ সম্পদ
চেয়োনা হতে প্রিয়
তারচেয়ে একা বাঁচা
সবচেয়ে শ্রেয়।