বাংলা মায়ের কোল
বাংলা মায়ের কোল


ঘরে থেকে ভাবছে শিশু_আজ খেলতে যাব দোল
আজ নানা রঙ্গে রাঙ্গিয়ে দিবো বাংলা মায়ের কোল
ও ভাই সবাই হোলি হে এ হোলি হে এ এ আওয়াজ তোল
নানা রঙ্গে রাঙ্গাবো আজ বাংলা মায়ের কোল,
আম কাঁঠালের গাছে গাছে ধরেছে যে কতো বোল
ভূধরে সাগরে আজ লেগেছে দোল
ও ভাই সবাই হোলি হে হোলি হে এ আওয়াজ তোল,
গাইছে কোকিল মিষ্টি সূরে বলছে যেনো প্রভাত হলো
ও সখা লজ্জা রাঙ্গা নয়ন দুটি এবার একটু মেলো
কারো চোখে মানায় না আজ বিন্দুমাত্র অশ্রুধারা
মোরা সবাই ফাগুনেরই পলাশ কৃষ্ণচূড়া,
হোলি এলো হোলি এলো সব হৃদয়েরই চরে চরে
আজ রাঙ্গিয়ে দাও প্রিয়জনকে পছন্দেরই আবিরে,
আজ নানা রঙ্গে রাঙ্গিয়ে দাও বাংলা মায়ের কোল
ও ভাই সবাই হোলি হে হোলি হে এ এ আওয়াজ তোল।