STORYMIRROR

Tuloshi Chakraborty

Abstract Tragedy

3  

Tuloshi Chakraborty

Abstract Tragedy

পথিক

পথিক

1 min
351


পথিক চলে গেছে বহুদুর

দেখা আর যায় না

ভুলেগেছে এ পথের মোহমায়া

তাই ফিরে আর আসে না,

জুটি বাঁধে নতুন নতুন

আরো নতুন পথের করে সন্ধান,

তবু মন তুষ্ট নয় সেই পথিকের

আরো আরো চায় ধন ,মান,সন্মান।


কোন রঙ্গে হতে রঙ্গিন 

হে পথিক,ভুলিলে এ পথের কথা

স্মৃতি মাখা পথ কাঁদে 

তবু পথিকের পদধুলি পায় না হেথা।

পথিক চলে যায় মনের আনন্দে বহুদুর

ধুলোর ছাঁপ রেখে যায় পথের বুকে 

সেই পদধুলি বুকে জড়িয়ে পথ শুধু পথিকের অপেক্ষায় থাকে ,

পথ পথিক কে ভালোবাসে কিন্তু

পথ যে চলতে পারেনা পথিকের সাথে।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract