বৃষ্টি
বৃষ্টি


টাপুর টুপুর বৃষ্টি পরে মোদের টিনের চালে
দেখছি তখন বিন্দু বিন্দু ঘাম ঝড়ছে আমার বাবুর গালে
মিষ্টি একটু হাসি দিয়ে শুধাই তাকে আমি
চলোনাগো বাবু একটু বৃষ্টিতে ভিজতে নামি
বাবু তখন বলে আমায় জ্বর টা কার হবে
আমি বলি জ্বর হলে তো তুমিই পাশে রবে
তোমার পাশেই থাকতে আমার ইচ্ছে জাগে বড়ো
টাপুর টুপুর বৃষ্টি এলো এবার হাতটি ধরো.