STORYMIRROR

Tuloshi Chakraborty

Fantasy

1  

Tuloshi Chakraborty

Fantasy

বৃষ্টি

বৃষ্টি

1 min
395

টাপুর টুপুর বৃষ্টি পরে মোদের টিনের চালে

দেখছি তখন বিন্দু বিন্দু ঘাম ঝড়ছে আমার বাবুর গালে

 মিষ্টি একটু হাসি দিয়ে শুধাই তাকে আমি

চলোনাগো বাবু একটু বৃষ্টিতে ভিজতে নামি

বাবু তখন বলে আমায় জ্বর টা কার হবে

আমি বলি জ্বর হলে তো তুমিই পাশে রবে

তোমার পাশেই থাকতে আমার ইচ্ছে জাগে বড়ো

টাপুর টুপুর বৃষ্টি এলো এবার হাতটি ধরো.


రచనకు రేటింగ్ ఇవ్వండి
లాగిన్

Similar bengali poem from Fantasy