STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance

4  

Partha Pratim Guha Neogy

Romance

সেদিনই প্রথম ঠোঁট পুঁড়ে ছিল..

সেদিনই প্রথম ঠোঁট পুঁড়ে ছিল..

1 min
321

আমাদের কলেজের ঠিক সামনে বাদাম বিক্রেতার কাছে জানতে চেয়েছিলাম, তুমি আজ আসবে কিনা?

তারপর অগত্যা কফি হাউসের প্রাগৈতিহাসিক ব্রিটিশ পাখা গুলোর দিকে তাকিয়ে থাকি৷

মোবাইল ফোনে তথনও দশ পার্সেন্ট চার্জ

হঠাৎ মনে হল টেনশন কমাতে সিগারেটের জুড়ি মেলা ভার৷

একটা ইন্ডিয়া কিং দেবেন প্লিজ…

যেই সিগারেট ধরাতে যাবো এমন সময় দেখি... 


কি ব্যাপার এত দেরি যে?

তোমার পলাশ রাঙা চোখ দুটো ক্লান্ত,

কপাল ছুঁয়ে দেখি তাপমাত্রা প্রায় একশো দুই হবে

নিজেকে সামলাতে না পেরে প্রিয়ার কপালে দিলাম একটা চুমু এঁকে,

সেদিনই প্রথম আমার ঠোঁট পুঁড়ে ছিল…


Rate this content
Log in

Similar bengali poem from Romance