Revolutionize India's governance. Click now to secure 'Factory Resets of Governance Rules'—A business plan for a healthy and robust democracy, with a potential to reduce taxes.
Revolutionize India's governance. Click now to secure 'Factory Resets of Governance Rules'—A business plan for a healthy and robust democracy, with a potential to reduce taxes.

Recitation by G. Nayak

Inspirational

4.2  

Recitation by G. Nayak

Inspirational

সে এক নাম/ গৌতম নায়েক

সে এক নাম/ গৌতম নায়েক

1 min
350


Qচতুর্দিকে যখন কালবৈশাখীর ভ্রুকুটি, তান্ডব

ভারতের ভাগ্যাকাশে কালো মেঘের ঘনঘটা

জনমনে ভীতি, সন্ত্রাস আর দুঃসহ ব্যথা

লালমুখোদের লুঠতরাজ আর বর্বরতা

শিড়দাঁড়াকে শান দিতে তখনই তাঁর আবির্ভাব -

সে এক আগুন ঝরানো নাম 

নেতাজী - নেতাজী সুভাষচন্দ্র বসু।

শৌর্য বীর্য ত্যাগ বীরত্ব যাঁর ধমনীতে

আপোষ করেননি যিনি কখনো আদর্শের সাথে

যাঁর ধ্যান জ্ঞান এক ভারত - ভারতবর্ষ

যাঁর নামে রক্ত হয় জলন্ত লাভা সম

যে নাম ভারতবর্ষের অহংকার, হর্ষ

ভারতবাসীর চিত্তাকাশে যিনি আজো

উজ্জ্বল ধ্রুবতারা রূপে বিদ্যমান

ব্রিটিশ বক্ষে ত্রাসের আবহ সঞ্চারকারী

যাঁর আজাদ হিন্দ বাহিনী। আজো আলোক 

বেগে ছোটায় আগুন যাঁর জয় হিন্দ ধ্বনি

কিংবদন্তী নেতাজী সুভাষ হলেন তিনি।

তিনি অরিন্দম, তিনি সব্যসাচী, তিনিই

মুক্তি পথের অগ্রদূত, চির শাশ্বত। 

স্বামীজীর প্রেরণায় তিনি বিপ্লবের দীপ্ত শিখা।

আত্ম ত্যাগী, তিনি নিঃস্বার্থ, ভারত মায়ের 

প্রকৃত সন্তান, দেশ প্রেমের জ্বলন্ত মশাল

অসামান্য কীর্তির উড়িয়েছেন বিজয় কেতন।


লক্ষ নক্ষত্রের মাঝে যখনই আকাশে তাকাবে

সূর্য কিন্তু একটাই। সূর্য - নেতাজী সে সূর্য!

মোদের হৃদয়ে যিনি চির ভাস্বর, চির জ্বাজল্যমান।

         


Rate this content
Log in