STORYMIRROR

Manik Goswami

Romance Others

3  

Manik Goswami

Romance Others

স্বপ্নের সন্ধান

স্বপ্নের সন্ধান

1 min
164


ভালোবাসার সোহাগী ছোঁয়ায়

পূর্ণতা পেলো আমার হৃদয়

রং মাখানো, আবেশ জড়ানো চোখে;

বাগিচায় ফোঁটা ফুলের নির্যাসে

সুবাস ভরা তৃপ্তির আবেশে

গভীর প্রেমের সুগন্ধ হয় না ফিকে |


বন্ধ দ্বারের ছিদ্রের ফাঁক গলে

মনের পাখি আকাশেতে ডানা মেলে,

রঙিন পাখায় সূর্য্য রশ্মি রেখা;

আবেগী মনে স্বপ্ন জাগায় 

বৃষ্টিস্নাত পূবের দিশায়

রামধনু রাঙা প্রেমের ছবি আঁকা |


লাস্যময়ীর চটুল চোখের ভাষা

জাগিয়ে তোলে পুরুষ প্রাণেতে নেশা

ভাবের আবেগে পথ চলা হয় শুরু;

নীলিমায় নীল, উদার আকাশ

সুপ্ত বার্তা করিছে প্রকাশ

সজীব হাওয়ায় শিহরিত দেবদারু |


দান করে দিয়ে জীবনের অধ্যায়

একাত্ম হওয়ার অপরূপ কামনায়,

অধিকার বোধে উথলি উঠিছে প্রাণ;

সবুজ মনের বাসনা তৃপ্ত ধারায়

ভাঙ্গন ধরায় ক্লিষ্ট মনের কারায়,

সার্থকতায় সম্পৃক্ত হৃদয়ে বেড়েছে টান |


Rate this content
Log in

Similar bengali poem from Romance