স্বপ্নের বিকেল
স্বপ্নের বিকেল
স্বপ্নের বিকেলে তুমি থাকবে চায়ের কাপে
ক্লান্তিগুলো ঢেকে রাখবে জটিল কাজের চাপে!
রাখব দূরে দুঃখগুলো উড়িয়ে সুখের ঘুড়ি,
শক্ত হাতে ধরব লাটাই খেলব লুকোচুরি!
রাত্রি বেলা জোছনা মাখা ঘুম জড়ানো চোখে
এক পলকে থাকব চেয়ে কে আমারে রোখে।
খানিক পরেই রাত্রিটাকে হারিয়ে দেবে কেউ
মনের উঠোন থাকবে ভরে এক সমুদ্র ঢেউ।
ফুলের বাগানে মৌমাছি হয়ে ঘুরবে কুসুম গলি,
জেনে রেখ তুমি আমার প্রথম ফোঁটা কলি।
হৃদয়পুরে হচ্ছে বর্ষণ, বইছে অঝোরধারা,
কেমন করে বাঁচব বল এই তোমাকে ছাড়া!
