স্বপ্ন
স্বপ্ন


স্বপ্ন পূরণের দাবিতে আজ ওদের লড়াই।
সে স্বপ্নে রাজা নেই , রানী নেই ,
নেই পক্ষিরাজের ঘোড়া ও।
তবুও সেই স্বপ্ন সূর্যোদয়ের মতোই বাস্তব।
সেই স্বপ্নে আছে অতীতের অন্ধকার,
পলেস্তরা খসে পড়া জীর্ণ দেওয়ালের মতো
এক টুকরো বর্তমান, আর আছে,
ঝড়ের রাতে সাগর পাড়ি দেওয়ার মতো
স্পর্ধাতিত আবেগ।