STORYMIRROR

Manik Goswami

Drama Inspirational

3  

Manik Goswami

Drama Inspirational

স্বপ্ন হবে সত্যি

স্বপ্ন হবে সত্যি

1 min
208


ঘুমের দেশে, সাঁঝের বেলা সন্ধ্যারতির সময়,

হাত ফস্কে গড়িয়ে গেলো পেতল প্রদীপ খানি;

শব্দে হলো অনুরণন, বুকের মাঝে ভয়;

চোখের সামনে ভেসে ওঠে আলাদিনের প্রাণী।


গম্ভীর হয়ে দৈত্য সুধায় 'কি আজ্ঞা মালিক',

আমি তোমার দাসানুদাস, হুকুম তামিল করি।

বিস্ময় ঘোর কাটতে আমার সময় লাগলো খানিক,

অবাক হলেও অনেক আশায় সাহসেতে বুক ভরি।


যা বলবো করবে সেটা, সম্মতি চাই আগে;

নাকি উদয় ভয় দেখানোর অপরূপ এক ছলে,

জোড় হাতে কয় এমন কথা বুকের পাঁজরে লাগে,

এসেছি তোমার মনের ইচ্ছা পূর্ণ করবো বলে।


দুঃখ কষ্ট সমাধানের এই তো বড়ো সুযোগ,

মনের মাঝে হাজার চাহিদা বুদবুদ কেটে যায়,

অর্থ চাইবো, প্রতিপত্তি নাকি অট্টালিকার ক্ষোভ;

সুন্দরী নারী চাইতে পারি মন যদি দেয় সায়।


আকাশ পাতাল চিন্তা করে অনেক কিছু ভেবে,

চাইলাম শুধু মহামারীর সংকট করো দূর,

সাথে সাথেই শূন্য মাঝে দৈত্য গেলো উবে,

স্বপ্নের ঘোর কাটতেই দেখি কোভিড হয়েছে দূর।



Rate this content
Log in

Similar bengali poem from Drama