স্বীকারোক্তি
স্বীকারোক্তি
তোমাকে বলেছিলাম
বৃষ্টি নাববার আগে আমি আসবো ফিরে
দেখাতে আলোর নগ্নতা অন্ধকার ছিঁড়ে।
তোমাকে বলেছিলাম
দিগন্তের নিঃসঙ্গতা ধরে রাখবো না
প্রতিশ্রুতির বিহঙ্গ খাঁচায় বাঁধবো না।
তোমাকে বলেছিলাম
নিয়তির ঝড় বেড়িয়ে উঠোন থেকে ঘরে
ছড়ালে বুকের ভেতর...
সূর্যের দ্যুতি জড়ালে আকাশ
মাটি কতটা আলোময়।
উষ্ণতার নগ্নতা ধরলে বাতাস
হৃদয় কতটা কাব্যময়।
তোমাকে বলেছিলাম
জড়িয়ে অরণ্য চাদরে উসখুস শরীর ডুবিয়ে সাগরে
খুঁজে নিতে পূর্ণতার গভীর আমার শূন্যতার আখরে
কতটা ভালোবাসলে দুয়ার দিতে বারণ থাকে ঘরে।