STORYMIRROR

Manik Goswami

Abstract Fantasy Others

3  

Manik Goswami

Abstract Fantasy Others

স্বচ্ছ হোক দৃষ্টি

স্বচ্ছ হোক দৃষ্টি

1 min
3


চশমার ওপর যে আস্তরণটা পড়েছে,

সরিয়ে দাও একটু কষ্ট করে,

অনেক অযত্নে প্রলেপ পড়েছে কাচঁটায়,

পরিষ্কারে দৃষ্টি পাবে ফিরে।

নিজের চোখে দেখার শক্তি নেই,

সে চলেই গেছে হলো অনেকদিন,

দৃষ্টির সাথে বোধবুদ্ধির জলাঞ্জলি দিয়ে,

ঝাপসা চশমার ভরসাতেই চলছিল এতদিন।

চশমা পড়েও অস্পষ্ট দেখার প্রবণতায়,

যুক্তি দিলে দুদিন পরে ঠিক হবে সবটাই |

বিশ্বাস ছিল জলের ছোঁয়ায় খারাপ হবে কাঁচ,

ভেজা কাপড়ে পরিষ্কারের প্রয়োজন নেই তাই।

আস্তরণটা পড়লো ধীরে ধীরে,

চোখ চেয়ে দেখার ক্ষমতা শেষ,

চশমাতেও ঘোলাটে দৃষ্টি নিয়ে,

রইলো চোখে অস্বচ্ছ পরিবেশ।

দৃষ্টিভ্রমে অস্তিত্বের সন্দেহ ওঠে জেগে,

আছে সবই, দেখছো তবু নেই,

লক্ষ্যের সাথে চিন্তাধারার ভুলে,

দিক হারালে নিজের অজান্তেই।

যতদিন না দৃষ্টি পাচ্ছ ফিরে,

এগিয়ে যাবে অবক্ষয়ের পথে,

হটিয়ে দিয়ে কালো আস্তরণে,

বোধশক্তির উন্নতি হোক সাথে। 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract