STORYMIRROR

Shyamasree (শ্যামশ্রী)

Inspirational Others

3  

Shyamasree (শ্যামশ্রী)

Inspirational Others

স্বাধীনতা তুমি...

স্বাধীনতা তুমি...

1 min
166


স্বাধীনতা তুমি এসেছিলে বলে-

 নিজের কথা আজ নিজে বলি।

স্বাধীনতা তোমার জন্যে আমি, 

মুক্ত কন্ঠে নিজের মায়েরে মা বলি।


স্বাধীনতা তোমার স্বাদ পেয়ে আমি,

ভুলেছি শৃঙ্খলার কঠিন আঘাত।

স্বাধীন দেশের দেশবাসী হয়ে-

আমার চোখে যে কেবল নব প্রভাত।


স্বাধীনতা তোমার হাত ধরে আমি-

দেখতে পারি নব নব স্বপন। 

নেই কোনো পরাধীনতার বাঁধা -

কেবল চোখে আমার স্বপ্ন পূরণ। 


স্বাধীনতা তোমায় পেয়ে আজ,

ভুলে গিয়েছে অতীত সবে।

কত রক্তের বিনিময়ে পাওয়া তুমি-

সে কি কেবল ইতিহাসের পাতায় রবে?


স্বাধীনতা তোমায় পেয়েছে যারা-

জন্ম হতে ভাগ্যবলে, 

তারা তোমার মূল্য বোঝেনা-

অপব্যবহার করে চলে।


স্বাধীনতা তোমার জন্য যারা-

লড়তে লড়তে দিয়েছেন প্রাণ -

তারা কি অভাগা বলো,

পায়নি তোমার স্পর্শ ঘ্রাণ। 


স্বাধীনতা তুমি জাগ্রত হও-

দেখাও তোমার ক্ষমতা। 

তুমি বিনা জীবন যেমন-

বেঁচে থেকেও মরে থাকা।


স্বাধীনতা তুমি মহামূল্যবান -

দিয়োনা করতে তোমায় নিয়ে ছেলেখেলা। 

বন্ধ করে দাও তুমি-

তোমার প্রতি এ অবহেলা।


স্বাধীনতা আমি আশায় আছি-

দেখবো এক নবসমাজকে-

যেখানে সবাই সমান,

সমান ভাবে পায় স্বাধীনতা তোমাকে।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational