STORYMIRROR

Sipra Debnath

Romance Inspirational

3  

Sipra Debnath

Romance Inspirational

সাথী

সাথী

1 min
192

আমরা দুজন সাথী হলাম

জীবনে মরনে একে অপরের

সুখে দুঃখে থাকবো আজীবন

একসাথে আজ কথা দিলাম।

পূর্ণতা পাবে আমাদের ইচ্ছে

মান্যতা দেবো একে অপরে

ভুল বোঝাবুঝির ঘটনা ঘটতে দেব না অতঃপরে

মনে ধরি দুজনে এই সদিচ্ছে।

বিশ্বাস থাকবে ভরসা থাকবে

 ভালোবাসা ও বাড়তে থাকবে

নিশ্চয়তা নির্ভরতা থাকবে সবেতে

মলিনতার ছাপ পড়বে না কিছুতে।



Rate this content
Log in

Similar bengali poem from Romance