STORYMIRROR

Kabita Rakshit

Classics

4  

Kabita Rakshit

Classics

সাঁকো

সাঁকো

1 min
307

একটা নদীর উপর একটা সাঁকো

শুরু থেকে হাঁটতে থাকো,

হোঁচট খেয়ো না,

হাঁটতে হাঁটতে মাঝ সাঁকোয় পৌঁছাবে

হয়তো হোঁচট খেতে খেতে,

আবার হাঁটবে, হাঁটতে হাঁটতে,

হয়তো বা ঝড় তুফান কত কি-ই

সহ‍্য করতে করতে,

কেউ বা সাঁকোতে কাটালো,

কেউ বা ঝড়ের তোড়ে,

নদীতে পড়ে গেল,

কেউ বা হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল,

কেউ বা দুরন্ত গতিতে সাঁকোর শেষ পথে

পৌঁছে গেল।

জীবনটা হলো এইরকম

যে সাঁকোটা নির্বিঘ্নে পেরোল

সে সফল হলো জীবনে।

যারা যারা পারলো না

তাদের জীবন মন্থর গতিতে চলতে লাগল

সবাই কী সফলতা পায়?

কেউ পায়, কেউ পায় না।

কারোর অর্ধপথে সমাপ্তি

সারাজীবনে বিফল হয়েই কাটিয়ে দেয়

এইরকমই আমাদের জীবন

সাঁকোর মতন।

নদীটা শুধু পেরোনো।

   -----------------


Rate this content
Log in

Similar bengali poem from Classics