STORYMIRROR

Manik Goswami

Fantasy Inspirational Others

3  

Manik Goswami

Fantasy Inspirational Others

সামান্য চাহিদা

সামান্য চাহিদা

1 min
212


অলক্ষ্যে তোমার উপস্থিতি, পৃথিবীর জাদুকর;

তোমার অঙ্গুলি হেলনে পার হয় জীবনের প্রহর।

মনোহরণ কাব্যিক ছবি,জগৎ স্বপ্নময়,

নিখুঁত কারুকার্য্যে পাই প্রকৃতির পরিচয়।

বর্ষা, বাদল, হিমেল হাওয়া, গরম প্রেক্ষাপট,

আকাশের গায়ে রামধনু আঁকা রঙীন চিত্রপট।

নীলের ছোঁয়ায় মুগ্ধ হয়েছে সাদা মেঘের ভেলা,

সাগর মাঝে মরুৎ ছোঁয়ায় তরঙ্গে লাগে দোলা।

মাটির 'পরে সবুজ ছোঁয়া, শান্তি তমাল তলে;

পশু পাখির বিচরণ স্থল ভরে আছে ফুলে ফলে।

আমরা পুতুল তোমার হাতের,নাচি তোমার মতে;

তোমার জাদুর ছোঁয়া পেয়ে ঘুম থেকে জাগি প্রাতে।

আমরা কেমন হাসছি, খেলছি, জাদু কাঠির বলে;

যেমন চালাও ইচ্ছেমতো কালের প্রবাহ চলে।

তুমি আছো, ভরসা আছে, সাহস পেয়েছি মনে;

নৃত্য গানে জীবন ভরুক, হর্ষ থাকুক প্রাণে।

চিত্ত মোদের উঠুক ভরে,হৃদয়ে নিও স্থান;

প্রাতঃকালে স্মরণ করে শুরু করি অভিযান।


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy