সামাজিক অভিশাপ
সামাজিক অভিশাপ


আনুষ্ঠানিক উদযাপনের শিশুদিবস এলো৷
চোখ বুজে আর থাকবে ক'দিন? এবার চক্ষু মেলো!
শৃঙ্খলিত শৈশব আজও শ্রমের পেষণে ক্লিষ্ট;
দারিদ্র্য সাথে জীবনযুদ্ধে কতটুকু অবশিষ্ট?
অশিক্ষা আর অপুষ্টি নিয়ে মরে মরে বেঁচে থাকা;
চব্বিশী-ধারা, শিশুশ্রম নাশে সংবিধানেই রাখা!
ছোট ছোট দেহ টেনে চলে ঘানি, অন্ন সংস্হানে—
সুযোগ ঘটে না জানতে পারার, শিশুদিবসের মানে!
শৈশবের আজ রঙ কেড়েছে রুটিরুজির যুদ্ধ;
অত্যাচারিত শৈশব, যখন 'মালিক' তার ক্রুদ্ধ!
কালিঝুলি মাখা, হাড়ভাঙা খাটা, বিবর্ণ শৈশবে,
নায্যপ্রাপ্তি, শিক্ষা-স্বাস্থ্য অধরাই বুঝি রবে!
দেশের বিকাশ জি.ডি.পি. তে নয়, শিক্ষা এবং স্বাস্থ্যে;
সকল শিশু সমান ভাবে পারবে কবে হাসতে?
শিশুদিবসের উদযাপন সার্থক হবে সেদিন—
সকল শিশু সুন্দর এক জীবন পাবে যেদিন!