সাক্ষী আছে
সাক্ষী আছে


আপনার সঙ্গে আমার কত নিবিড় মাখামাখি
সে সবের সাক্ষী আছে আপনাদের খসে খসে পড়া বাড়ির
পুরনো ইট, কড়িবরগা, দেওয়াল ফুঁড়ে বেরিয়ে আসা বট-অশ্বত্থ
সাক্ষী আছে--- জানালা দিয়ে উঁকি মারা ঝিকিমিকি তারা
ভোরের নরম আলো
সাক্ষী আছে--- শান্তিনিকেতনের সেই হোটেলের বিছানা।
দু’জন দু’জনকে রাঙিয়ে দেওয়া আবির
সুন্দরবনের সেই দু’রাত তিন দিনের ট্যুর
সাক্ষী আছে--- কলেজ স্ট্রিটের আদি মোহিনীমোহন কাঞ্জিলাল
নন্দন চত্বর, চার চাকার লুকিং গ্লাস
সাক্ষী আছে--- দক্ষিণেশ্বর
ম্যান্ডেভিলা গার্ডেন্সের সুনীলদার বাড়ির লিফট
দিঘার আছড়ে পড়া এক-একটা ঢেউ
সাক্ষী আছে, সাক্ষী আছে, সাক্ষী আছে।
ওরা দেখেছে, এগুলো আপনার সঙ্গে বারবার ঘটেছে, বারবার
শুধু আমার জায়গায় ও
ও-র জায়গায় সে
সে-র জায়গায় অন্য কেউ
অন্য কেউ
অন্য কেউ…