রূপোর কাঠি
রূপোর কাঠি
দুটি কাঠির একটি রূপো
অপরটি হয় সোনা,
রূপকথার এই কাহিনী আমার
ঠাকুমার কাছে শোনা |
সোনার কাঠির ছোঁয়ায় ভাঙ্গে
রাজকন্যার ঘুম,
রূপোর কাঠির ছোঁয়া দিলে সে
হয়ে পড়ে নিঃঝুম |
রূপকথার সেই সোনার কাঠি
হারিয়ে গিয়ে এখন,
রূপোর কাঠির গুণ মহিমায়
মোদের ছন্দ পতন |
কখন যেন কোন ফাঁকে কেউ
চুপিসাড়ে এসে
রূপোর কাঠির মৃদু ছোঁয়ায়
ঘুম পাড়িয়ে হাসে |
সোনার কাঠি হারিয়ে গিয়ে
রূপোর কাঠিই প্রধান,
মোহাচ্ছন্ন আমরা যে তাই
নাচি যেমন নাচান |
