STORYMIRROR

Piyali Mukherjee

Abstract Inspirational

4  

Piyali Mukherjee

Abstract Inspirational

রূপকথার গল্পেরা.......

রূপকথার গল্পেরা.......

1 min
364

#অণু কবিতা

মনে হয় গল্প বলি, এক রূপকথার গল্প ,

ডানা মেলে উড়ে চলা এক মিথ্যে রাজত্বের গল্প।

অলীক স্বপ্নে যদি ভারতবর্ষ হতো             এক রূপকথার দেশ ।                     মুছে যাওয়া ইতিহাসগুলো হয়তো সঞ্জীবনী দ্বারা প্রাণ ফিরে পেতো বেশ। 

সেই কাহিনীর হতো বুনন, কাহিনীরা শোনাতো গল্প,

আর রূপকথারা ভাসতো কাব্যে ,             কাব্য হতো অপাপবিদ্ধ

উপন্যাসের পাতা, ‌রূপ'কে হলো আবদ্ধ,

বাকী উপন্যাস না হোক তোমাতেই থাক সীমাবদ্ধ।

যখন রূপকথারা হয় সত্যি! আর কলমে লাগে নেশা,

তখন মনে মনে লাগে দ্বন্দ্ব, সৃষ্টি করতে ইচ্ছে করে এক নতুন কাব্যছন্দ।

 

রূপকথায় যদি লেগেছে রং, হারিয়ে গেছে রূপক

তখন মুখ আর মুখোশের মেলায়,

কল্পনার হয় রাত যাপন ভীষণ অবহেলায়।

মনে হয়, এবার হারিয়ে যাই বরং শিশুদের গল্পকথায়,

খসে পড়া তারাদের এক অজানা রূপকথায়।

একটা আধটা খসুক তারা, নয় ভাব জমুক অল্প

সন্ধ্যা নামলেই শুরু করবো বরং

কাঠকুড়ানির গল্প।।

(কলমে -পিয়ালী মুখোপাধ্যায়)


Rate this content
Log in

Similar bengali poem from Abstract