রূপকথা
রূপকথা


একটা রূপকথার যন্ত্রযানে পাড়ি দিয়েছিলাম স্বপ্নসুন্দর রাজত্বে বেড়িয়ে আসতে -
আশান্বিত উচ্ছ্বাস ছিল মননে,
মুগ্ধতার পরশ বুলিয়ে স্বপ্নবিলাসী মন অনুসন্ধানী হয়েছিল,
দিনের শেষে ঋণের ভগ্নাংশের রেশটুকু কাটিয়ে নিদ্রা যাপন,
আঁধারি স্মৃতির পাতায় যেন আলোকিত অভিজ্ঞতা ছোঁয়ার অনুরণন,
বেশ কিছুক্ষণ স্থায়ী ছিল রূপকথার কাব্য,
জীবন সংগ্রামকে উপেক্ষা ক'রে আবেশের অনুভবে প্রবেশ -
হঠাৎই স্বপ্ন ভঙ্গ, আলো আঁধারিতে নির্মম পরিহাস,
ভোরের আলোয় পরিস্ফুট বাস্তবিক চালচিত্র,
রাতের গহীন অরণ্যে লুকোচুরি ছিল রূপকথার দর্পণ!
দিনের আলোয় গতানুগতিক যুদ্ধের সংসার।
আড়চোখে আলেয়ায় স্বপ্ন না দেখাই যুক্তিসঙ্গত।