রোজ ডে
রোজ ডে


নাইটিঙ্গেল পাখিটি আজও সমর্পণেই সুখ খোঁজে,
বুকের রক্ত মিশে যায় সাদা গোলাপের পাপড়িতে -
সুবাসিত আবেশে আবেগ রাঙা হয়ে ওঠে অন্তরাত্মা,
ভ্রামরিক সংলাপে গোলাপী ভালোবাসা নিবেদন;
কবিদের কলরবে মিষ্টি গোলাপ হয়ে ওঠে মুখরিত,
প্রেম তো প্রাপ্তি, তাকে যত্ন করে পরিচর্যা করতে হয়;
তা না হলে জমে ওঠে পাহাড়প্রমাণ মান-অভিমান,
ধূসর স্মৃতির মোহনায় প্রতি শিরায় ক্ষত পুষে রেখে
অকবি প্রেমিকের অন্তরেও তো বিঁধতে পারে কাঁটা!
প্রতিবাদী হিংসা ভুলে নগরে জাগে প্রেমের শিরোনাম,
অন্য বসন্তের অন্ত্যমিলে নিবেদিত কুসুমিত অনুভব।
অঙ্গীকারের সাক্ষী থাকুক প্রস্ফুটিত লাল গোলাপ,
আশকারা পাক কিছু অভিমান ভেজা বসন্ত বিলাপ।