রক্ষা কবচ
রক্ষা কবচ


নিপীড়িত শোষিত বঞ্চিত অবহেলিত জনতার পথপ্রদর্শক বাবাসাহেব
দিয়ে গেছে এক রক্ষাকবচ "সংবিধান"
যে কোন মূল্যে তাকে রক্ষা করতেই হবে
সেই হাতিয়ার ঢাল করে সসম্মানে কোনক্রমে বেঁচে আছি
ছলে বলে সেই ঢাল ওরা আজ কেড়ে নিতে হয়েছে উদ্যত
এক এক করে বন্ধ করে দিচ্ছে সব খোলা দরজা মুখের উপর
ওরা শুরু করেছে সংবিধানের নিপীড়ন
এক এক করে ডানা ছেঁটে দিচ্ছে তার
কেড়ে নিচ্ছে নিপীড়িত শোষিত বঞ্চিত অবহেলিত মানুষের
মাথা উঁচু করে বাঁচার ন্যায় সঙ্গত অধিকার
কোনপ্রকারেই মেনে নেওয়া যায় না এই অন্যায় অবিচার
ওরা কিছুতেই বুঝতে চায় না সবাই মানুষ সবাই সমান
যে সংবিধান এ কথা মানার নির্দেশ দিয়ে গেছে
তাকে ওরা সর্বশক্তি প্রয়োগ করে ধ্বংস করতে হয়েছে উদ্যত
এই কুকির্তী মেনে নেওয়া যায় না কিছুতেই
তাই আজ আছ যত নিপীড়িত শোষিত বঞ্চিত অবহেলিত জনগণ
সংঘবদ্ধ হতে হবে অন্যায় মোকাবিলায়
বিনীত প্রার্থনা সকলের তরে, কর সবে আজ এই পণ
যদি প্রয়োজন হয় রক্ত দেব নিঃসঙ্কোচে দেব প্রাণ
যে কোন মূল্যে রক্ষা করব আমাদের রক্ষাকবচ সংবিধান।