রিশপের দিনগুলো
রিশপের দিনগুলো


ঘন সবুজের ফাঁকে
নীল আকাশকে সাক্ষী রেখে
আমাদের পরিচয় ।
বলা ভালো, দৃষ্টি বিনিময় ।
পাহাড়ি গ্রামের তন্বী মেয়ের প্রেমে পড়েছিলাম,
খরস্রোতা নদীর প্রেমে পড়েছিলাম ।
রিশপের নিস্তব্ধতা অনুভব করেছিলাম
শুধু দৃষ্টি বিনিময়ে ।
সুউচ্চ পাহাড়গুলো পাহারাদারের মতো নিশ্চল
ঘন মেঘ আকাশে সামিয়ানা বুনছিল
কলসি কাঁকে নদীপানে ধাবমান।
পরপর তিনদিন আচ্ছন্ন ছিলাম প্রথম প্রেমে ।
প্রথম প্রেম , প্রথম পরিচয় , প্রথম কথালাপ
সকাল-বিকেল আস্তানা গেড়েছিলাম নদীপাড়ে ।
মন নেচে উঠেছিল মুক্ত বিহঙ্গের মতো ।
রিশপের ওই সাতদিন ছিল
জীবন মরুভূমির মরূদ্যানের মতো ।
কলকাতায় ফিরে এসেছিল প্রাণহীন দেহ ।
আবারও ফিরে গিয়েছিলাম রিশপে
মাসছয়েক বাদে ।
আবারও সেই নীল নদী তীরে
আবারও সেই পাহাড়ের দিকে তাকিয়েছিলাম
অপেক্ষায়মান ।