STORYMIRROR

Sunanda Chakraborty

Tragedy

4  

Sunanda Chakraborty

Tragedy

রহস্য

রহস্য

1 min
381


*রহস্য*


কালিমালিপ্ত বিক্ষুব্ধ রাত্রি , ঘুম কেড়ে নেয় তাদের ; 

যারা শায়িত ছিল স্বপ্ন ভাঙার দুঃখে ।

রহস্যময় মায়াজালে অভিনয় করে চলেছি রোজ ,

তবু পাইনি খুঁজে সত্যের আসল খোঁজ ।

ওরা ভবিষ্যতের কথা ভেবে শান্ত রাখে নিজেদের ।

ওরা অতীতটাকে লুকিয়ে রাখে মধ্যরাতের আঁধারে ।

বর্তমানের চিন্তা নিয়ে বাড়ায় তারা রক্তচাপের মাত্রা ।

অন্যদিকে বাড়তে থাকে পারদ, এটাই কি তবে শেষ যাত্রা ।

রহস্যের চেয়েও রহস্যপূর্ণ জীবনের লক্ষ্যগুলো ; 

মৃত্যুর চেয়ে ভয়ানক ব্যর্থতায় আঙ্গুল তোলা মানুষগুলো ।

বেঁচে থাকতেই দম লাগে ,

মরে যেতে একটু খানি জোর ,

সাফল্যের বাতাসে সবাই ভাসে

সময় লাগে কাটতে ব্যর্থতার ঘোর ।

সমস্যা সমস্যা ! বাড়িয়ে দেয় বিশাল কিছু ভাবাবেশ ,

আমি অনন্ত , চিরন্তনী শক্তি যারা পথ দেখায় অশেষ ।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy