STORYMIRROR

Paula Bhowmik

Action Fantasy Inspirational

3  

Paula Bhowmik

Action Fantasy Inspirational

রেলগাড়ি

রেলগাড়ি

1 min
405

জীবনটা আমাদের যেন এক রেলগাড়ি,

ঠিকঠাক চালাতে গেলে সংযম খুব জরুরী।

কাম ও ক্রোধ রেলের দুটো লাইন,

ওদের চেপে রাখলে সমস্ত কিছুই চলে ফাইন।

সংসারের প্রয়োজনে ওদের কাজে লাগাতে হয়,

দরকারে রেললাইনকে সময় সময় বাঁকাতেও হয়।

দিক পরিবর্তন করতে জংশনে লাইন পাল্টাতে হয়,

ওঠা নামার জন্যে ষ্টেশন এ রেলগাড়ি দাড়িয়ে রয়।

ব্যালেন্স ঠিক রেখে দুরন্ত গতিতে চলার সময়,

ড্রাইভার কে যথেষ্ট সচেতন থাকতে হয়।

যে যার লাইনেই সবসময় চলতে হয়,

এখানে নেই যে ওভারটেকের কোনো বিষয়।

হিংসা-দ্বেষ এখানে কোনো কাজের নয়,

গন্তব্যে পৌঁছে যাবার লোভ তার কাজ করে যায়।

পঞ্চ রিপুর তাড়না আছে ও থাকবে,

কে কিভাবে তা কাজে লাগাবে সেটা সে ঠিক করবে।

মানুষের মধ্যেই সব গুণ আছে,

ব্যালেন্স করে চলতে পারলে সব ই লাগে কাজে।

ফোঁস করতে গেলেও ক্রোধের প্রয়োজন,

তা নইলে ছাগলে মুড়ে খাবে যে মানুষ জন।

সুতরাং সজাগ থেকে বুঝে শুনে কাজ করা ভালো,

সমাজের বুকে এগিয়ে চলো ফেলে আলো।

পারলে কিছু মানুষ কে সাথে নিয়ে চলো,

তাতে হবে যে সকলেরই ভালো। 


Rate this content
Log in

Similar bengali poem from Action