রাতের শেষ লোকাল ট্রেন
রাতের শেষ লোকাল ট্রেন
যাত্রা যখন দূরের কোথাও
হলো শেষমেষ যাওয়া....
গাড়ি ঘোড়ার খুব সংকট
করলো তখন ধাওয়া!
যাওয়া শেষে আসার যখন
হলো সময়,
এদিক সেদিক খোজাখুজি
করে সময় ক্ষয়।
অবশেষে পাওয়া গেলো
রাতের শেষ লোকাল ট্রেন,
উপায় নেই এটাই পথ
ভেবে শেষে খাটিয়ে ব্রেন।
লোকাল ট্রেন খুবই ধীরগতিতে
ছুটছে আপন বেগে,
মশার কামড়ে অনেকে ঘুমে
উঠছে কখনো জেগে।
রাগের চোটে দুচার চড় দিচ্ছে
আপন গালে,
কেউবা কখনো থাপ্পড়ও বসিয়ে
দিচ্ছে কপালে।
