রাত জাগা পাখি
রাত জাগা পাখি
রাত জেগে আমি দেখেছি -
নক্ষত্রের বৃষ্টি।
আগামীর দূত-দের রাস্তা চিনিয়ে,
নিঃশব্দে গা-ঢাকা দিতে দেখেছি -
জ্যোৎস্নাকে।
আমি দেখেছি, পিছু নেওয়া হায়েনার -
ধকধকে চাওনি।
আমি দেখেছি, দলবদ্ধ ছাগ-শিশুর বেড়া,
উল্কাবিদ্ধ শরীর ঘিরে।
আমি শুনেছি, জান্তব উল্লাস ছাপিয়ে -
নূতন ভোরের গণসংগীত।
অপরাহ্ণের আলোয়, আমি দেখেছি -
নির্জীব মুখে অমরত্বের ছাপ।
