Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Ahana Pradhan

Drama Tragedy Action

3  

Ahana Pradhan

Drama Tragedy Action

রামরাজত্ব

রামরাজত্ব

2 mins
309


শুনেছি ভাই ভারতবর্ষ বিরাট মহান দেশ,

জ্ঞানীগুনী মানুষজনের বিশাল সমাবেশ।

দেশের রাজা সাধুপুরুষ, ময়ূরকে পোষ মানান,

একলা কাজেই কোটিকোটির ভরণপোষণ চালান।

হিমালয়ের গুহায় ধ্যানে আসন করে বসেন,

সাগরতীরে সাফাই সেরে মৃদুমধুর হাসেন।

হকার ছিলেন একসময়ে, দেশের রাজা হলেন,

দীনদরিদ্র হতভাগাদের কল্যাণে মন দিলেন।

ধর্মে বড়োই মতি সবার ওনার রাজের কালে,

ঠাকুরপূজার জায়গা বানায় বহুত টাকা ঢেলে।

ক্ষুদ্রস্বার্থ দেশবাসীদের কুরেকুরে যদি খায়,

জাতীয়তাবাদ জাগিয়ে তোলেন, শত্রুরাজ্য জয়!

লাখলাখ লোক ভিড় করে আসে রাজার গাড়ি এলে,

প্রজাদরদী রাজার বাণী দুঃখ মুছিয়ে ফেলে।

ইদানিংকালে কিছু লোক তবে মারা যাচ্ছে ভাই,

শ্বাস কষ্ট, জ্বরজালা নিয়ে প্রাণপাখি যাইযাই।

মুখোশ পরলে এরোগ নাকি সরিয়ে রাখা যায়,

এমন বুলি ডাক্তাররা দিবারাত্রই গায়।

ডাক্তার যারা বলে কিনা থেকো সব্বাই দূরে দূরে!

হায় রে বোকা! রাজার দেখা মেলে যে কপালজোরে।

রাজাও ভারি জনদরদী, লোকজন জড়ো করে,

থালা বাজিয়ে শাঁখ বাজিয়ে বাহবা দিলেন জোরে।

অবশ্য দেশে বাড়ন্ত ওষুধ, হাসপাতালের বেড,

রাজার রাজ্যে জীবনদায়ী টিকার বেশি রেট।

হবে না কেন? এত্তবড় লোকসংখ্যার দেশ,

সবার টিকা বানাতে গেলে খরচা পড়বে বেশ।

জনগণ তবে কিছুকিছু টাকা কর হিসেবে দেয়,

ভোটের প্রচার, বিদেশেযাত্রা তাই দিয়ে চলে যায়।

হবে না কেন? এতবড় রাজা আর আছে নাকি ভাই?

দুনিয়ার সাথে একটুখানিক যোগাযোগ রাখা চাই!

মারণ রোগটা ছড়ায় বেশি জনসমাগম হলে,

তাই তো রাজা গঙ্গায় গিয়ে ডুবকি লাগাতে বলে।

একসাথে যদি লাখলাখ লোক পবিত্রস্নানে ধায়,

জীবানুগুলো কোটিতে কোটিতে নিঃশেষ হবে প্রায়।

হাসপাতালে গেলে তবে ওরা নিতে চায় না আর,

হবে না কেন? ডাক্তার যারা, কাজে পাঠানোই ভার।

দেশটা আসলে বড্ড বেশি লোকের ভিড়েতে ঠাসা,

তাই ইদানিং অক্সিজেনের ঘাটতি সর্বনাশা।

ও কিছু না! হয়তো কয়েক পাপীতাপী মরবে,

রাজার সেনারা তারপর ঠিক তদারকি করবে।

চিতাগুলোতে আগুন লাগিয়ে তুলে দাও জনা কয়,

বাড়িতে বলার নেই দরকার, সাহায্য কেই বা চায়!

কয়েকটা চিতা জ্বলছে আবার একাধিক শব তুলে,

দেখেছো কেমন জায়গা বাঁচানো তুখোড় বুদ্ধিবলে!

শ্মশানগুলোর বাইরে এখন উচুঁউঁচু বেড়াজাল,

লোকেদের আর তাপ লাগেনা, কেমন বানানো ঢাল!

আসলে ওসব স্বাস্থ্য টাস্থ বড্ড খরচ লাগে,

গরীব দেশের রাজার আরো কাজ আছে তার আগে!

বেছেবেছে খালি আসল প্রজার সনাক্তকরণ চাই,

বাকিগুলো সব শাস্তি পাবে, সমাজের বোঝা, তাই।

খবরকাগজে কাজ করা কিছু বদমাইশ লোক আছে,

ওরাই কেবল ঘটা করে করে খবর ছড়ায় মিছে!

টুইটার দিয়ে ওরাই আবার রটাতে থাকে গুজব,

রাজার সেনার কূটবুদ্ধি, টুইটারটাই নীরব!

লোকেরা তবে অনেকেই আর পায়না গো কোনো কাজ,

ভোটের জন্য তারা তবে খুব লাগিয়েছিল সাজ।

রাজার সেনায় নাম লিখিয়ে বীরত্ব দেখালো ভীষণ,

হস্তিনাপুর বানাবে এবার রাজার মন্ত্রীগণ!

রাজা আমাদের জলজ্যান্ত ত্যাগের মুরতি,

কোম্পানিগুলো বিক্রি করে বাড়ান শকতি।

নামিদামী সব ব্যাবসায়ীরা রাজার ডাকে এসে

পোড়ার দেশটা চালায় এখন হাড়পাঁজরায় বসে।।


Rate this content
Log in

Similar bengali poem from Drama